X

প্ল্যাটফর্ম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ওয়েবিনার: “Dream to be a Researcher”

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে আগস্ট, ২০২০, শনিবার

‌আগামী ২৯শে আগস্ট, ২০২০ ইং তারিখ শনিবার প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে রিসার্চ বিষয়ক ওয়েবিনার “Dream to be a Researcher”। ২৯শে আগস্ট রাত ৮.০০-৯.৩০ পর্যন্ত zoom অ্যাপে পরিচালিত হবে ওয়েবিনারটি।

‌ওয়েবিনারটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং প্ল্যাটফর্মের উপদেষ্টা ডা. দীপক কুমার মিত্র।

‌অন্যদিকে, স্পীকার প্যানেলে রয়েছেন:

‌১. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার।
‌২. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডা. আহমেদ হোসেন।
‌এবং
‌৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোমেন রায়হান।

ওয়েবিনারটি মূলত তিনটি সেশনে ভাগ করা হয়েছে।
সেশন ১: (৮.০০-৮.২০)
আলোচ্য বিষয়: রিসার্চ বিষয়ক পরিকল্পনা এবং রিসার্চ ডিজাইন সম্পর্কিত দিক নির্দেশনা।

সেশন ২: (৮.২০-৮.৪০)
আলোচ্য বিষয়: রিসার্চের জন্য প্রস্তাবনা লেখার নিয়মাবলি।

এবং সর্বশেষ অংশ সেশন ৩: (৮.৪০-৯.০০)প্রশ্নোত্তর পর্ব।

ফ্রি রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন নিচের লিংকে:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfjvxxEbM47e-E9iGn8nhso1mKtnz_D2RFyw8LIZp4m3LgLbA/viewform

হৃদিতা রোশনী:
Related Post