X

“প্ল্যাটফর্ম” এর উদ্যোগে চিকিৎসকদের মাঝে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার 
“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে ৮ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য কেএন-৯৫ মাস্ক দেওয়া হয়।

করোনাকালীন সময়ে ঝুঁকির মাঝেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে তাদের সুরক্ষিত রাখার লক্ষ্যে চলছে ‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’ এর বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম। এর ধারবাহিকতায় গত ৮ আগস্ট, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জন্য কেএন-৯৫ মাস্ক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের প্রতিনিধি মুহা. তারেকুল ইসলাম, ইন্টার্ন চিকিৎসক ডা. মিসবাহ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এর উপাধ্যক্ষ ডা. আলী হোসেন, সহযোগী অধ্যাপক ডা. আনসার উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। সুরক্ষা সামগ্রী দিয়ে চিকিৎসকদের পাশে থাকার জন্য “প্ল্যাটফর্ম”কে ধন্যবাদ জানান তারা।

চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবীতে পথচলা শুরু হওয়া “প্ল্যাটফর্ম” আজ এই করোনা পরিস্থিতিতেও চিকিৎসকদের পাশে আছে সগৌরবে। বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বিতরণ, চিকিৎসক ও তাদের পরিবারের জন্য আলাদাভাবে বাসা থেকে স্যাম্পল কালেকশনসহ আরো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বৃহৎ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

Mosrat Moontaha Shamsi:
Related Post