X

প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র ৮ম বর্ষপূর্তি উদযাপিত

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ৯ম বর্ষে পৌঁছালো দেশের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি। এই দীর্ঘ সময়ের পথচলায় চিকিৎসকদের অধিকার আদায়, চিকিৎসাসেবার মানোন্নয়ন, পেশাগত উৎকর্ষ সাধন, বেগবান চিকিৎসক সমাজ তৈরি, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, চিকিৎসা গবেষণাসহ নানাবিধ বিষয়ে প্ল্যাটফর্ম চিকিৎসক সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। গত ৮ অক্টোবর ২০২১, শুক্রবার সকাল ৯ টা হতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে সীমিত আকারে অনুষ্ঠিত হয় ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কিংবদন্তি চিকিৎসক এশিয়া উপমহাদেশের অন্যতম সেরা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক হিসাবে নিযুক্ত অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, সুবক্তা এবং গবেষক অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু, ন্যাশনাল এগ্রিকালচার এন্ড আউটরিচ, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর ডা. মো. হাবিবুর রহমান। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ওসমান গণি , বিশিষ্ট ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. কবীর আহমেদ, কর্নেল মালেক মেডিকেল কলেজ এর সাবেক সহকারী অধ্যাপক ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান, সাবেক ভাইস প্রিন্সিপাল ডা. মোঃ আবু নাসের, ঢাকা শিশু হাসপাতালের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুনির হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফোরমেশন সিস্টেম এর চিফ ডা. শাহ আলি আকবর আশরাফি সহ প্ল্যাটফর্মের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ এবং প্ল্যাটফর্মের চালিকাশক্তি এক্টিভিস্ট ও ভলান্টিয়ারগণ। সেই সাথে দেশের চিকিৎসক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই। অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ সহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, “করোনায় জনসমাগম এড়িয়ে চললেও আমি যখন জানতে পারলাম প্ল্যাটফর্মের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টরাই বেশি থাকবে তখন ভাবলাম, নাহ! এখানে আমার যেতেই হবে, কারণ ডাক্তাররা বিশেষ করে মেডিকেল ছাত্ররা আমার অত্যন্ত প্রিয় এবং তাদেরকে আমি অত্যন্ত পছন্দ করি।”

Silvia Mim:
Related Post