X

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসনীয় উদ্যোগ

ডান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা হামিদ,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সুফিয়া খাতুন,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ২০ এপ্রিল, ২০২০

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল- প্রতিষ্ঠার শুরু থেকেই মানবসেবা ও মানব কল্যাণে অবদান রেখে যাচ্ছে।

করোনা মহামারিতেও অত্র প্রতিষ্ঠান কর্মরত চিকিৎসকের জন্য নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ।
অত্র হাসপাতালে কর্মরত অবস্থায় কোনো চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী COVID-19 এ আক্রান্ত হলে সকল চিকিৎসার দায়িত্ব নিবে কর্তৃপক্ষ।
এ কথা ঘোষণা দিয়েছেন,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান।

ডান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা হামিদ,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সুফিয়া খাতুন,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান

এছাড়াও করোনা মহামারী মোকাবেলার জন্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল-
১। COVID-19 সন্দেহভাজন রোগীদের জন্য চালু করা হয়েছে ‘ফ্লু কর্নার’।
২। করিমগঞ্জ তথা কিশোরগঞ্জ করোনা মহামারীর হটস্পট হিসেবে ঘোষণার প্রেক্ষিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
৩। ইতিমধ্যেই অত্র কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থীরা ইন্টার্নিশিপে যোগদান করার মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রমকে তরান্বিত করেছে।
৪। প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের যাতায়তের জন্য সার্বক্ষণিক গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।
৫। মহামারীতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য সুরক্ষাসরঞ্জাম প্রদানের পাশাপাশি চিকিৎসক,স্বাস্থ্যসেবা কর্মী ও অন্যান্য স্টাফদের কলেজ ক্যাম্পাসেই আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
৬।করোনা মহামারীতে জনসাধারণের সচেতনার লক্ষ্যে এলাকায় সামাজিক দূরত্ব ও শিষ্ঠাচার পালনে সতর্কাতমূলক মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
৭। অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়ের একান্ত প্রচেষ্টায় গরীব দুঃখী ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে, যা এখনো চলমান আছে।

করোনা মহামরিতে যেখানে মুখ ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সেখানে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

Publisher:
Related Post