X

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে গরীব-দুঃস্থ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

ডান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা হামিদ,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সুফিয়া খাতুন,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার :

প্রতিষ্ঠালগ্ন থেকেই জেলার গরীব-দুঃস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। আব্দুল হালিম খান ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় পনের হাজারেরও অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কিশোরগঞ্জ জেলার হাওড় উপজেলা মিঠামইনের অসহায় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। আমেরিকা প্রবাসী চারজন দাতার অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।

১৭ সেপ্টেম্বর দিন ব্যাপী রোগী বাছাই কার্যক্রম পরিচালিত হয়। রোগী বাছাই শেষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ছানি অপারেশন সম্পন্ন হয়।

ছানি অপারেশন সম্পন্ন হওয়ার পর রোগীদের একাংশ

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান বলেন,

“গরীব অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন আমাদের নিয়মিত কার্যক্রম। এর পাশাপাশি দুঃস্থ মানুষদের জন্য চালু করেছি হেলথ কার্ড। কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার বিনামূল্যে আমাদের হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।”

তিনি এ কার্যক্রমে অর্থদানকারীদের ধন্যবাদ জানান এবং সকলকে গরীব অসহায়দের চিকিৎসা সাহায্যে জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

আব্দুল হালিম খান ফাউন্ডেশনে অর্থদান করতে ভিজিট করুন- ahkfoundation.org.bd

Firdaus Alam:
Related Post