X

প্রস্তাবিত চিকিৎসাসেবা আইন ২০১৬ (খসড়া) প্রত্যাখান করলো বিএমএ

প্রসঙ্গ:চিকিৎসা সেবা আইন ২০১৬(খসড়া) বিষয়ে বিএমএ’র বর্ধিত সভার মিটিং-

আজ সকল জেলা বিএমএ’র সভাপতি ও সেক্রেটারী দের উপস্থিতিতে সকল জেলা শাখা বিএমএ চিকিৎসা সেবা আইন ২০১৬ স্পষ্ট ও জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে:
…………………………………………………………………………
মিটিংয়ে সকল জেলা বিএমএ’র সভাপতি ও সেক্রেটারীর উপস্থিতিতে সকল বিএমএ শাখা চিকিৎসা সেবা আইন ২০১৬ কে একবাক্যে প্রত্যাখ্যান করেছে।
কেন্দ্রীয় নেতাদের মাঝে ভিসি ডা:কামরুল হাসান খান স্যার, ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. বদিউজ্জামান ডাবলু ভাই,ডা. শারফুদ্দীন স্যার জোরালো বক্তব্য রেখেছেন এ আইন বাতিলের পক্ষে।
একটি জেলা শাখা বিএমএ’র এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ এর প্রোভিসি ডা. শারফুদ্দীন আহমেদ স্যার তার বক্তব্যে বগুড়া মেডিকেলের ইন্টার্ণ এর ঘটনায় তার তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছে বলে জানান।তিনি দেশের বাইরে ছিলেন বলে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেছেন। তার সুপারিশকৃত রিপোর্টে শুধুমাত্র সতর্ক করার কথা বলা হয়েছিলো এবং সে রিপোর্টের কপি তার কাছে আছে এবং যে কেউ চাইলে তিনি দেখাবেন বলেছেন।

পেশাজীবীদের অধিকার আদায়ের আন্দোলনের অবিসংবাদিত নেতা বিএমএ’র সহ-সভাপতি(খুলনা) ডা. শেখ বাহারুল আলম এ আইনকে দৃঢ কন্ঠে প্রত্যাখ্যান করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিৎ করার বিষয়ে পদক্ষেপ নেয়া ও প্রয়োজনে আন্দোলনে যাওয়ার জন্য বিএমএ সভাপতির নিকট আহবান জানান।
এর পাশাপাশি স্যার কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন ছাড়া এ সকল সমস্যার সমাধান হবেনা বলে অভিমত ব্যক্ত করেন।
এ আইন যারা করতে চায় বা এর পক্ষে যারা কথা বলতে চায় এটা তাদের ব্যাপার, বিএমএ এটা কোনভাবে মেনে নেবে না বলে হুঁশিয়ার করে দেন বাহার স্যার।
তরুণদের মাঝে মুন্সিগঞ্জ বিএমএ’র পক্ষে তরুণ চিকিৎসক পেশাজীবী ও পেস্কেল আন্দোলনের অন্যতম সংগঠক ডা. আহমেদ সামী এ আইনের বিপক্ষে ও কৃত্য পেশাজীবী মন্ত্রণালয় গঠনে আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিএমএ সভাপতিকে।

সবশেষে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন সকল শাখার মৌখিক ও লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এ আইন কার্যকর না হতে দেয়ার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ জন্য প্রযোজনে মাননীয় প্রধামনত্রীর স্মরণাপন্ন হবেন এবং খুব শীঘ্রই সিসি মিটিং ডাকা হবে বলে জানান এবং সভা সমাপ্ত ঘোষনা করেন।

 

ডা:মেহেদী হাসান বিপ্লব,শেবাচিম ৩৫তম।
সেন্ট্রাল কাউন্সিলর(ঢাকা মহানগর)
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

ripendil:

View Comments (19)

Related Post