X

প্রশ্নে প্রশ্নে সহজ করে কোভিড-১৯ | পর্ব ৬

২১ জুন ২০২০, রবিবার 

ডা. মারুফ রায়হান খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
বসুন্ধরা কোভিড হসপিটাল।

কোথায় কতোক্ষণ বাঁচে করোনাভাইরাস, এসময়ে পোষা প্রাণী

১) করোনাভাইরাস কী?

উত্তর: করোনাভাইরাস আসলে অনেকগুলো ভাইরাসের একটি বড় পরিবার। আমরা যে করোনাভাইরাস নিয়ে কথা বলি সেটি একেবারেই নতুন। আগে কখনও কোথাও পাওয়া যায়নি এটি৷  চীনের উহানেই গত বছরের ডিসেম্বরে এটি পাওয়া গেলো। বলে রাখি, বহুল আলোচিত এই ভাইরাসটির কিতাবি নাম SARS-COV-2।

২) কোভিড-১৯ কী?

উত্তর: এই ভাইরাসটি দিয়ে যে অসুখ হচ্ছে তার নামই কোভিড-১৯। ইংরেজিতে লেখা হয় COVID-19। ফেব্রুয়ারির ১১ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নামটি দেয়।

৩) COVID-19 দিয়ে কী বোঝায়?

উত্তর: COVID-19 এর পূর্ণরূপ Coronavirus disease 2019। যদি ভেঙে দেখতে চাই:

CO – Corona

VI – Virus

D – Disease

19 – 2019

এই নিয়ে সংক্ষেপে COVID-19।

৪) কীভাবে ছড়ায় এই করোনাভাইরাস?

উত্তর: মূলত মানুষ থেকে মানুষে ছড়ায়। কেউ যখন হাঁচি বা কাশি দেয় কিংবা কথা বলে, তখন তার নাক-মুখ থেকে কিছু সূক্ষ্ণ জলকণা (রেসপিরেটরি ড্রপলেটস) বের হয়। আক্রান্ত ব্যক্তির রেসপিরেটরি ড্রপলেটসে করোনাভাইরাস থাকে। পাশে থাকা ব্যক্তির শ্বাসের সাথে শরীরে ঢুকে যায় ভাইরাস। আক্রান্ত হয় সেও। তাছাড়া এই সূক্ষ্ণ জলকণাগুলো আক্রান্ত ব্যক্তির আশেপাশের টেবিল, দরজার হাতল, সুইচবোর্ড ইত্যাদিতে লেগে থাকতে পারে। আরেকজন সুস্থ ব্যক্তি এসে যখন সেগুলো স্পর্শ করে তখন তার হাতেও চলে যায় ভাইরাস। যখন সে তার নাক, মুখ, চোখ স্পর্শ করে তখন তার শরীরে ঢুকে যায় ভাইরাস।

৫) বাতাসের মাধ্যমে কি করোনাভাইরাস ছড়ায়?

উত্তর: এ যাবত পাওয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাস বাতাসে ছড়ায় না।

৬) খাবার বা পানির মাধ্যমে কি করোনাভাইরাস ছড়ায়?

উত্তর: এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর তেমন কোনো সম্ভাবনা নেই।

৭) মূত্র বা মলের মাধ্যমে কি করোনাভাইরাস ছড়ায়?

উত্তর: মূত্র বা মলের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি খুবই কম। এসবের মাধ্যমে এখনও রোগ ছড়ায়নি।

৮) পশুপাখি থেকে কি করোনাভাইরাস মানুষে ছড়াতে পারে?

উত্তর: এখন পর্যন্ত যে সীমিত তথ্য রয়েছে তাতে বলা যায়, পশুপাখি থেকে মানুষে ছড়ানোর সম্ভাবনা খুবই কম।

তবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পরে অল্প কিছু সংখ্যক পোষা প্রাণি যেমন: কুকুর, বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

৯) যাদের বাসায় পোষা পশুপাখি আছে, তাদের জন্য পরামর্শ কী?

উত্তর: বাসার বাইরের মানুষদের সংস্পর্শে পোষা পশুপাখিকে আসতে দেবেন না। বাসার কেউ অসুস্থ হলে তার থেকে আলাদা রাখবেন।

১০) কোথায় কতোক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস?

উত্তর: দ্যা ল্যানসেট মাইক্রোবসে প্রকাশিত ইউনিভার্সিটি অফ হং কং-এর গবেষকদের গবেষণাটা থেকে যদি সাজাই,

কাগজে – ৩০ মিনিট পর্যন্ত

টিস্যু পেপারে – ৩০ মিনিট পর্যন্ত

কাঠে – ১ দিন পর্যন্ত

কার্ডবোর্ডে – ১ দিন পর্যন্ত

জামাকাপড়ে – ১ দিন পর্যন্ত

গ্লাসে – ২ দিন পর্যন্ত

টাকার নোট – ২ দিন পর্যন্ত

স্টিলে – ৪ দিন পর্যন্ত

প্লাস্টিকে – ৪ দিন পর্যন্ত

মাস্কের ভেতরের লেয়ারে – ৪ দিন পর্যন্ত

মাস্কের বাইরের লেয়ারে – ৭ দিন পর্যন্ত

Sarif Sahriar:
Related Post