X

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুন ২০২০, রবিবার

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। শনিবার (২০/৬/২০) সকাল ১০ টা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে বুথটিতে। নমুনা সংগ্রহের স্থান ধার্য করা হয়েছে হাসপাতাল পুরানো বিল্ডিং এর নিচ তলায় পেছন পার্শ্বে (শহীদ মিনার সংলগ্ন স্থানে)।

ন্যাশনালের ছাত্র-ছাত্রী, চিকিৎসক, শিক্ষকবৃন্দ, স্টাফ এবং সকল ডিএনএমসিয়ান এবং তাদের “ফাস্ট-ব্লাড” রিলেটিভদের নমুনা সংগ্রহের জন্য অগ্রাধিকার প্রদান করা হবে এখানে।  ডিএনএমসিয়ান ছাত্র-ছাত্রী, ইন্টার্ন চিকিৎসক, চিকিৎসক, প্রভাষক এবং রেজিস্ট্রার এর ক্ষেত্রে সকাল ১০.০০- ১.০০ টার মধ্যে ডা. নাজমুল আরেফিন তানভীর (সিএ, অর্থোপেডিক্স) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।                     মোবাইল নম্বরঃ ০১৯২১০৮৮৯২৬

ডিএনএমসিয়ান অধ্যাপক, সহযোগী এবং সহকারী অধ্যাপক এবং স্টাফদের ক্ষেত্রে সকাল ১০.০০- ১.০০ টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে ডা. মাকসুদুল আলম (আরপি,মেডিসিন) এর সাথে।                  মোবাইম্বর নাম্বারঃ ০১৯৭১১২০৮৫৭

আর সাধারণ রোগীদের জন্য স্যাম্পল কালেকশন বুথ এর পাশে থাকা কাউন্টারে গিয়ে রিজার্ভেশন করতে হবে। কিট সল্পতার জন্য স্যাম্পল কালেকশন এর সীমাবদ্ধতা থাকায় এক্ষেত্রে সিরিয়াল ও রিজার্ভেশন এর জন্য কর্তৃৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়। যারাই সিরিয়াল দিচ্ছেন তারা যেন নিজ দায়িত্বে তাদের স্যাম্পল কালেকশন এর উপস্থিতি নিশ্চিত করেন এবং সবাইকে ধৈর্য্য ধরে কার্য ব্যবস্থাকে আরো সুন্দর ও ফলপ্রসূ করার অনুরোধ করেছে ডিএনএমসি কর্তৃপক্ষ।

 

 

Silvia Mim:
Related Post