X

প্রথিতযশা প্রবীণ সার্জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেনের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৪ আগস্ট, ২০২১, বুধবার

দেশের এক প্রথিতযশা চিকিৎসক, প্রবীণ কার্ডিও- থোরাসিক সার্জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেন মৃত্যুবরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।

জানা গিয়েছে, গত ৩ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮:৩০ এ রাজধানীর সিএমএইচে বার্ধক্যজনিত জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ডা. এম এ মোহায়মেন ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৫৮ সালে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৪-৬৫ সালে কিং এডওয়ার্ড মেডিকেল‌ কলেজ, লাহোর এ অধ্যয়নরত অবস্থায় “রয়াল কলেজ অব সার্জন্স” এর অধীনে শুধু ফেলোশিপ এর সুযোগই পাননি বরং পূর্ব পাকিস্তান হতে একক অফিসার হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে (১৯৬৮-৬৯) সালে “রয়াল কলেজ অব সার্জন্স, এডিনবার্গ” হতে এফ আর সি এস সম্পন্ন করেন। এছাড়া ১৯৭০ সালে লন্ডন চেস্ট হসপিটাল হতে ফেলোশিপ সম্পন্ন করেন মেজর জেনারেল এম এ মোহায়মেন।

অন্যদিকে, ১৯৬৫ ভারত-পাকিস্তান যুদ্ধের সময় কচ-এ যুদ্ধকালীন ফিল্ড সার্জন হিসেবেও কাজ করেছিলেন এই চিকিৎসক। তার ঠিক ৬ বছর পরে পশ্চিম পাকিস্তানে আটকে পড়া শত শত বাঙালি অফিসারসহ তিনি বন্দিশিবিরে যুদ্ধবন্দী হয়ে পড়েন। অবশেষে ১৯৭৩ এ সিমলা চুক্তির পর তাঁদের সবাইকে মুক্তি দেয়া হয়।

জীবদ্দশায় তিনি খিদমত-ই-পাকিস্তান(১৯৬৫), সিতারা-ই-হার্ব(১৯৬৫), জয় পদক(১৯৭১), সংবিধান পদক(১৯৭১), প্লাবন পদক(১৯৮৮), ঘূর্ণিঝড় পদক(১৯৯১) প্রভৃতি পদক লাভ করেন।

ডা. এম এ মোহায়মেন সিএমএইচে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অ্যাডভান্সড নিউরোসার্জারি, এন্ডোস্কোপিক জয়েন্ট সার্জারি, ইএনটি সার্জারির উন্নত মাইক্রোস্কোপিক পদ্ধতি এবং ছানির জন্য ফাকো সার্জারি চালু করেন।

১৯৯৬ সালে সার্জন জেনারেল এবং মেজর জেনারেল পদে অবসর গ্রহণ করেন তিনি। তবে অবসর গ্রহণের পরেও প্রায় ২৬ বছর শিক্ষকতা করেন তিনি। প্রথমে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর (১৯৯৬-২০১০) এ শিক্ষকতা করেন। সেখানে সার্জারী বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন তিনি। এরপর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা (২০১০-২০২০) এ সার্জারি বিষয়ে শিক্ষকতা করেন।

মৃত্যুকালে মেজর জেনারেল (অব.) ডা. এম এ মোহায়মেন স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় গার্ড অব অনার স্যালুটসহ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

অসংখ্য পদক ও পুরস্কারে ভূষিত দেশের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

হৃদিতা রোশনী:
Related Post