X

পূর্ববর্তী সকল রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বে গত ২৪ ঘণ্টায়  নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন। ডব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এক দিনে সংক্রমণের ক্ষেত্রে এটি রেকর্ড। বিবিসির পক্ষ থেকেও একইরকম তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ১২ সেপ্টেম্বর, রবিবার সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গিয়েছেন সাড়ে পাঁচ হাজার মানুষ। এর মধ্য দিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৭ হাজার ৪১৭। গতকাল সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশেই করোনায় সংক্রমিত হয়ে এক হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছেন ৮৭৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে এর আগে এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৬ সেপ্টেম্বর। সেদিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৮৫৭।

ওয়ার্ল্ডোমিটার থেকে জানা যায়, গতকাল ভারতে সর্বোচ্চ ৯৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৫২৩ ও ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশেও নতুন করে সংক্রমণ বাড়ছে। বিভিন্ন দেশে নতুন করে লকডাউন জারি হচ্ছে। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও চলছে কড়াকড়ি।

তথ্যসূত্রঃ ওয়ার্ল্ডোমিটার ও  বিবিসি অনলাইন

Gazi Abdullah Al Mamun:
Related Post