X

পিপিই পরিহিত অবস্থায় নামাজ ও অন্যান্য ইবাদাত

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার:

পিপিই (জীবাণুরোধী সুরক্ষা পোশাক) পরিহিত অবস্থায় ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নামাজ ও অন্যান্য ইবাদাতের জন্য পবিত্রতা প্রসঙ্গেঃ

১. উত্তমরূপে অজু করে পিপিই পরিধান করা।

২. অজু না থাকা অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে, তায়াম্মুম করে নামাজ আদায় করা। এ ক্ষেত্রে তায়াম্মুম এর নিয়মঃ

ক. পবিত্রতার নিয়ত করা।
খ. পবিত্র মাটি জাতীয় বস্তু, প্রয়োজনে স্টেরাইল/ডিজইনফেক্ট করে তার উপর গ্লাভস পরিহিত উভয় হাত রেখে মুখমণ্ডল (মাস্ক, গগল্স/ফেইস শিল্ড) এর উপর মাসাহ করা।
গ. উভয় হাত কনুইসহ গাউনের হাতার উপরই মাসাহ করা।

৩. কাপড়ে নাপাক লাগলে (রক্ত, প্রস্রাব, পায়খানা, বমি, সিমেন, অন্য কোনো সিক্রেশন ইত্যাদি) অথবা ‘হাদাসে-আকবার’ বা বড় অপবিত্রতা হলে সব ক্ষেত্রেই তায়াম্মুম করে নামাজ আদায় করা।

উল্লেখ করা প্রয়োজন, এভাবে তায়াম্মুম করে নামাজ আদায় করার পর, সতর্কতা হিসেবে পরবর্তীতে শরীর ও কাপড় পবিত্র করে, পুনরায় আদায় করে নেওয়া উত্তম। আরো স্মরণ রাখা উচিত, যাঁদের জন্য বাধ্যতামূলকভাবে পিপিই পরিধান করতে হবে, তাঁদের জন্যই এই মাসআলাটি প্রযোজ্য হবে।

মাসআলাটি হাটহাজারী মাদ্রাসার মুফতি কেফায়াতুল্লাহ সাহেবের সাথে মোবাইলে আলোচনার মাধ্যমে গৃহীত হয়েছে।

লেখক:
ডা. আবদুল বারি
এমডি, ইন্টারনাল মেডিসিন।

Abdullah Al Maruf:
Related Post