X
    Categories: COVID-19

করোনায় প্রত্যক্ষ সেবা প্রদানকারীদের ক্ষতিপূরণের প্রজ্ঞাপন জারি

প্ল্যাটফর্ম নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নিয়োজিত মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীগণ দ্বায়িত্ব পালনে করোনা ভাইরাসে আক্রান্ত হলে, সরকার ক্ষতিপূরণ প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানানো হয়।
১ এপ্রিল, ২০২০ হতে এ নির্দেশনা কার্যকর হবে।

ক্ষতি পূরণের আওতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী, লক ডাউন বাস্তবায়নে নিয়োজিত মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীগণ এ সুবিধা পাবেন।

বেতন গ্রেড ১-৯: করোনা ভাইরাস পজিটিভ হলে ১০ লক্ষ টাকা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ৫০ লক্ষ টাকা।

বেতন গ্রেড ১০-১৪: করোনা ভাইরাস পজিটিভ হলে ৭লক্ষ ৫০ হাজার টাকা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।

বেতন গ্রেড ১৫-২০: করোনা ভাইরাস পজিটিভ হলে ৫ লক্ষ টাকা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ২৫ লক্ষ টাকা।

ক্ষতি পূরণ প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরন করা হবেঃ
ক) করোনা ভাইরাস পজিটিভ এর ক্ষেত্রে ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী, মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীগণ করোনা ভাইরাস পজিটিভ এর মেডিকেল রিপোর্টসহ স্ব স্ব কর্তৃপক্ষের নিকট ফরমে ক্ষতিপূরণের দাবীনামা পেশ করবে।

খ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ক্ষেত্রে কর্মকর্তা/ কর্মচারীর স্ত্রী/ স্বামী/ সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/ মা ক্ষতি পূরণের দাবী সংবলিত আবেদন পেশ করবে।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post