X

নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জনের অভিযান: জোট বাঁধছে অবৈধ হাসপাতালগুলো

১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার বেগমগঞ্জ সদর সেনবাগ উপজেলা সহ বিভিন্ন স্থানে অনুমোদনহীন হাসপাতাল আর ল্যাবের রমরমা ব্যবসা চলে আসছে দীর্ঘদিন। এসব হাসপাতালে নেই কোন ডিউটি ডাক্তার। হাসপাতাল চলছে সার্টিফিকেট বিহীন নার্স আর DMF এর মাধ্যমে। অনুমোদন নেই ফার্মেসী বা অন্যান্য দপ্তরের। অথচ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে অসহায় মানুষের সাথে অপচিকিৎসার প্রতারণা।


সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ সহ জেলা পুলিশ ও ম্যাজিস্ট্রেট এর যৌথ অভিযানে গত সপ্তাহে ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে করা হয় জেল জরিমানা। জনগণকে ভুল ও অপচিকিৎসার হাত থেকে বাঁচাতে নেয়া হয় উদ্যোগ।

কিন্তু নিজেদের শুধরে নেয়া বাদ দিয়ে শাস্তি পাওয়া অবৈধ হাসপাতাল এর মালিকপক্ষ কোনো প্রমাণ ছাড়াই ঘুষের অভিযোগ আনছে সিভিল সার্জনের বিরুদ্ধে। রীতিমতো প্রেস ব্রিফিং করে হলুদ সাংবাদিকতার আশ্রয়ে মিথ্যাচার করেই যাচ্ছে। অথচ সেই প্রেস ব্রিফিং এও কোনো লাইসেন্স দেখাতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডাঃ মোমিনুর রহমান এই মিথ্যাচার এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সকল অপশক্তি শক্ত হাতে দমন করবার পাশাপাশি এরকম অন্যান্য হাসপাতালের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার অভিমত ব্যক্ত করেন।

Fahmida Hoque Miti:
Related Post