X

নিম্নআয়ের পরিবারের শিশুদের মাঝে গুঁড়ো দুধ পৌঁছে দিলেন এক চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার
তেজগাঁও রেলওয়ে সংলগ্ন এলাকার নিম্নআয়ের মানুষের কাছে শিশুদের জন্য গুঁড়ো দুধ পৌঁছে দিয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি কুমুদিনী মেডিকেল কলেজে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

শিশুদের মাঝে আড়াই শ প্যাকেট পুষ্টি গুঁড়া বিতরণ করেন ডা. আব্দুল ওহাব মিনার, যার পঞ্চাশ প্যাকেট দিয়েছেন প্রস্তুতকারক মিনহাজুল আবেদীন শরীফ। এ পুষ্টি গুঁড়ার ৫০০ গ্রাম প্যাকেটে রয়েছে গম, পোলাও চাল, বাজরা ২ রকম, চি‌নি, ভুট্টা। জানা যায়, আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক দুধ বিতরণের জন্য ফুড ব্যাংকে কিছু অর্থ প্রদান করেন, যা এখানে ব্যয় করা হয়।

এ ব্যাপারে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার লিখেছেন,

“যাদের বস্তিতে ত্রান দেয়ার কোনো অভিজ্ঞতা নেই তারা কিছুতেই ঠাহর করতে পারবেন না, এখানের অবস্থা ঠিক কেমন! বস্তির সাথে আমার ওঠাবসা বহুদিনের৷ সেই সেনাবাহিনীতে থাকাকালীন একটা স্টাডি করেছিলাম ‘Psychiatric Morbidity in Slum area of Bangladesh’। সেই সুবাদে খুব কাছ থেকে এই অমানবিক ভাবে বেঁচে থাকা নিম্ন আয়ের মানুষগুলোকে দেখেছি৷ এরপর বহুবার গিয়েছি৷ কখনও চিকিৎসা দিতে, কখনও কম্বল বিতরণের জন্য৷ আবার কখনও কোরবানির গোস্ত কিংবা ঈদ সামগ্রী নিয়ে৷ কমলাপুরে কম্বল বিতরণ করতে গিয়ে জান নিয়ে ছুঁটে পালানোর মতো অভিজ্ঞতাও শীতের গভীর রাতে হয়েছে৷”

তিনি আরো জানান,

“ওদের মানবিক মর্যাদা দিয়ে আমাদের উচ্চতায় বসবাসের সুযোগ করে দেওয়ার ঘোরে ছিলাম।
জীবনের এই শেষ লগ্নে তা নেশায় পরিণত হয়েছে।
মনে হচ্ছে, এটাই ব্যবহারিক শ্রেষ্ঠ ইবাদাত।”

Platform:
Related Post