X

নিবিড় পর্যবেক্ষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

প্ল্যাটফর্ম  নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল শুক্রবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের শুক্রবার ভোররাতে স্ট্রোক করেন। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান,

আব্বুর অপারেশন সফল হয়েছে। তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আগামী দুদিন তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য,জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তারপরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নতুন জটিলতা তৈরি হয়।

Anisur Riad:
Related Post