X

কোভিড-১৯: পুরো দেশ ভাগ হচ্ছে রেড, ইয়েলো ও গ্রিন জোনে 

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতিদিনই। করোনা শনাক্ত হওয়ার গতকাল ৯০ তম দিনে সর্বমোট ১৪,০৮৮ টি নমুনা পরীক্ষায় নতুন ২,৮২৮ জন শনাক্ত হওয়াসহ এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যেই গত ৩১ মে থেকে কার্যত সচল হয়েছে দেশ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন করোনা প্রাদুর্ভাব কমাতে প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ। সেই লক্ষ্যে করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে যথাক্রমে “রেড জোন” “ইয়েলো জোন” ও “গ্রীন জোন”- এ ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরীক্ষার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়ছে। সে জন্য রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন চিহ্নিত করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এই জোনগুলোর মধ্যে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায়—সেটা নিয়ে আলোচনা হয়েছে।” এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখনো জোন করা হয় নি। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয়, সেগুলো রেড করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন পরিকল্পনা তৈরি করা হবে। সেটা নিয়ে নীতিগতভাবে এখানে (আজকের সভায়) আলোচনা হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হবে। তখন মেয়র, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়—সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করা হবে।” মন্ত্রী পরিষদ সূত্রে আরো জানা গিয়েছে বেশী সংক্রমিত এলাকাসমূহ প্রয়োজনে কয়েকদিনের জন্য সম্পূর্ণ লকডাউনে রাখা হতে পারে।

সভায় মাননীয় মন্ত্রী মহোদয়বৃন্দের পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ মহাপরিদর্শক সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও বিশেষজ্ঞবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/অনিন্দ্য দাস

Ruhana Auroni:
Related Post