X

দুই সপ্তাহের জন্য ভারতীয় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত

প্লাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল, ২০২১, রবিবার

সম্প্রতি, প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার পক্ষে মতামত জানান দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে আগামী দুই সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য জরুরি পণ্য পরিবহন ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রাখবে বাংলাদেশ সরকার। আজ রবিবার (২৫ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

এদিকে, আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, আর কোনো বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকেই এ সিদ্ধান্ত আসবে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১০১ জন লোকের মৃত্যু ঘটেছে, আক্রান্তের সংখ্যা ২৯২২।

নিজস্ব প্রতিবেদক
মাইশা তাসনিম সুবাহ্

হৃদিতা রোশনী:
Related Post