X

দিনাজপুর মেডিকেল কলেজের নতুন নাম ‘এম আব্দুর রহিম মেডিকেল কলেজ।’

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) ও হাসপাতাল এখন ‘এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল’ নামে পরিচিত হবে।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক মূলে সরকার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ করেন।

সোমবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নূরুল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. সারাওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এম আব্দুর রহিম ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন সংবিধান প্রনয়ন কমিটির সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এম আব্দুর রহিম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করে যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে ১১টি বেসামরিক জোনে ভাগ করা হলে পশ্চিম জোন-১ এর জোনাল চেয়ারম্যান নিযুক্ত করা হয় তাকে।

স্বাধীনতার পর যুদ্ববিধ্বস্ত বৃহত্তর দিনাজপুর পুনর্গঠনে তিনি আত্মনিয়োগ করেন এবং ত্রাণ ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এম আব্দুর রহিম দশম জাতীয় সংসদের দিনাজপুর-৩ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর পিতা।

ওয়েব টিম:

View Comments (51)

  • Dinajpur medical name tai to valo chilo. Allah jane kobe na abar dhaka medical k kon name bosay

  • পারলে নতুন মেডিকেল কলেজ স্থাপন করে নতুন নাম দিক, পুরাতন মেডিকেল কলেজের নাম পরিবর্তনের কি দরকার....!!!!!
    যতসব আবালগিরি...

  • notun mc kore namkoron korlei vlo.dinajpur mc sobai cinto.notun nam cinteo kosto.academic sob change korte hobe.private medical kora jeto. :-/

  • পাবলিক কিন্তু দিনাজপুর মেডিকেলই বলবে।

  • নাম বদলে এতো রিএক্ট করার কারণ বুঝলাম না! মুক্তিযুদ্ধের একজন সংগঠকের প্রতি শ্রদ্ধাস্বরূপ এটা করাই যায়। ক্ষেপার কি আছে এখানে!

    • কলেজটি ৯২ তে প্রতিষ্ঠিত। ৯৬ তে বর্তমান সরকার ক্ষমতাই ছিল, অনেক আগেই পরিবর্তন করা যেতো। পরিবর্তিত নামে পরিচিত হতে কমপক্ষে ২৫/ ৩০ বছর লাগবে।

  • ক্ষমতা বদল হলে হয়তো এই নাম আবার বদলে যাবে । সার্কাস

    • না আপু।
      আমাদের বগুড়া মেডিক্যালের নাম শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ,বগুড়া।
      সেই শুরু থেকেই।
      এখনো পরিবর্তন হয় নি

    • ভাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কিন্তু চেঞ্জ হয়েছে ।

  • Those who have passed already will be in great trouble.they have to take new certificate from BMDC.

  • সরকারি মেডিকেলের নাম জেলার নামেই ভালো শোনায়। তৈলময় রাজনীতির শিকার।

Related Post