X

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শুরু হলো করোনা শনাক্তকরণ আর টি-পি সি আর টেস্ট।

২৬শে এপ্রিল,রবিবার,২০২০

দিনাজপুরে রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে করোনা শনাক্তকরণ আর টি-পি সি আর টেস্ট। এর আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয় আর টি-পি সি আর ল্যাব।এখন থেকে দিনাজপুর ও এর আশে পাশের অঞ্চলের মানুষের করোনা শনাক্তকরণ টেস্ট করা যাবে এই ল্যাবরেটরী থেকে।প্রথমে রংপুর বিভাগে একমাত্র রংপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ আর টি- পি সি আর টেস্ট করা হতো।


প্রথম দিনে এই ল্যাব থেকে ৪২ টি স্যাম্পল কালেকশন করে টেস্ট করা হয় এবং সবগুলোর ফলাফল নেগেটিভ আসে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ড.জাহিদ মালেক দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে পর্যায়ক্রমে করোনা ভাইরাস শনাক্তকরণ আর টি-পি সি আর ল্যাব প্রতিস্থাপনের ঘোষণা দেয়।

তথ্যসূত্র :সাদিয়া সিফাত

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার:
Related Post