X

ঢাকায় চিকিৎসকদের বিনামূল্যে যাতায়াত সুবিধা দিচ্ছে ক্র্যাক প্ল্যাটুন

৩১ মার্চ ২০২০: কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে চিকিৎসকদের বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিতে আগামীকাল ১ এপ্রিল রোজ বুধবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে চলেছে ক্র্যাক প্ল্যাটুন ট্রান্সপোর্ট সার্ভিস। প্ল্যাটফর্ম সংগঠন এই উদ্যোগের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ও মিডিয়া পার্টনার হিসেবে আছে।

১৬টি রুটে ৩টি সময়ে পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতাল থেকে চিকিৎসকদেরকে পরিবহন সেবা দিতে প্রস্তুত ক্র্যাক প্ল্যাটুন। ঢাকায় কর্মরত চিকিৎসক বা সেবাদানকারীগণ বিনামূল্যে এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে- bit.ly/crackplatoontransport

রুটগুলো হলঃ
১। উত্তরা-মতিঝিল
২। মতিঝিল-উত্তরা
৩। মিরপুর-শাহবাগ
৪। শাহবাগ-মিরপুর
৫। কুড়িল-যাত্রাবাড়ি
৬। যাত্রাবাড়ি-কুড়িল
৭। মিরপুর ১০-ডিএমসি
৮। ডিএমসি-মিরপুর ১০
৯। উত্তরা-মিরপুর
১০। মিরপুর-উত্তরা
১১। শ্যামলী-বাড্ডা
১২। বাড্ডা-শ্যামলী
১৩। আজিমপুর-উত্তরা
১৪। উত্তরা-মিটফোর্ড
১৫। যাত্রাবাড়ি-ধানমন্ডি
১৬। গোপীবাগ-মহাখালী

নিজেদের প্রযোজ্য রুটটি ছবি থেকে দেখে বা নিচের লিংকে গিয়ে খুঁজে নিতে পারবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ।
রুট ম্যাপ লিংক- bit.ly/crackplatoonroutes

প্রয়োজনে হটলাইনের সাহায্য নেয়া যাবে। হটলাইন – ০৯৬৩৯৫৯৫৯৫৯।

Platform:
Related Post