X

ঢাকায় অনুষ্ঠিত হল NITAG এর বিশেষ সভা

১০ নভেম্বর ২০১৯:

National Immunisation Technical Advisory Group (NITAG) এ দক্ষিন পূর্ব এশিয়ার ১১টি সদস্য দেশের মধ্যে সর্বশেষ দেশ হিসাবে কয়েক মাস পূর্বে যুক্ত হয় বাংলাদেশ।

অধ্যাপক চৌধুরী আলী কাওসারের সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট এই গ্রুপ সম্প্রতি তাদের কার্যক্রম শুরু করেছে। গত ৯-১১-১৯ ইং রোজ শনিবার সম্প্রতি প্রণীত “টিকা ও প্রতিরোধক আইন” এর খসড়া পর্যালোচনের লক্ষ্যে NITAG এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আইনটি প্রণয়নে সমন্বয়কের ভূমিকা পালন করেন অধ্যাপক বে-নজির আহমেদ এবং দীর্ঘদিনের পরিশ্রমে আইনটি আন্ত:মন্ত্রণালয় মূল্যায়ন শেষে NITAG এর মতামতের জন্য প্রেরণ করা হয়। আইনটি কার্যকর হলে তা দেশের টিকাদানে গুরুত্ববহ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন NITAG , বাংলাদেশ- গ্রুপের সদস্যবৃন্দ।


স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

Platform:
Related Post