X

ডাক্তারই সিলেটের প্রথম করোনা রোগী

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

সিলেটে করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তিনি বলেন,

“এখন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায় নি। তবে ঢাকা থেকে আমাদেরকে ফোনে জানানো হয়েছে রিপোর্ট পজিটিভ এসেছে।”

তিনি পেশায় একজন ডাক্তার বলে জানা গেছে। ওই রোগীর বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। এর আগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি। দেশে করোনাভাইরাস সংক্রমণের পর প্রবাসী বহুল হিসেবে সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চালু করা হয় করোনা-আইসোলেশন সেন্টার। সেই সেন্টারে করোনা আক্রান্ত সন্দেহে প্রতিদিনই একাধিক রোগী ভর্তি হলেও পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। এখন জনমনে প্রশ্ন, সিলেটে করোনা রোগী না থাকলে ডাক্তার কিভাবে প্রথম আক্রান্ত হলেন!

 

প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ জনগণকে সর্বোচ্চ সতর্কতার সহিত থাকা ও সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাহিরে বের হওয়া যতটা পারা যায় এড়ানোর জন্যে অনুরোধ করেছেন।

নিজস্ব প্রতিবেদক/ শরিফ শাহরিয়ার

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post