X

ডাঃ মুরাদ, একটি বিস্মৃত নাম

বাবা মার একমাত্র ছেলে ছিল, তরুন ডাক্তার মুরাদ,
মাত্র কিছু দিন আগে করেছিল বিয়ে
আরেক ডাক্তার – ডা: শাকিলা আক্তার সুমী কে …
গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিবাদী
ডাক্তার ছিলেন ডা: মুরাদ , তাকে হত্যা করা হয়েছে,
নানা অনিয়ম আর দুর্নীতির বিষয়ে প্রতিবাদী
ছিলেন
তাই তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়
মেডিকেল ক্যাম্পের নামে – ধোঁকা দিয়ে
গণস্বাস্থ্য হাসপাতালের যোগসাজগে নিয়ে যাওয়া
হয়
পটুয়াখালী’র গলাচিপায়,
সেখানেই তাকে খুন করা হয়,
এই খুনের আসামী ধরা পড়ছে না কেন ?

গোয়েন্দা/ পুলিশ/ প্রশাসন নীরব ক্যান ?
সরকার প্রশাসন কি চায় না বাংলাদেশের
প্রতিটি মানুষ প্রতিবাদী হউক ???
কেমন দেশে বাস করছি আমরা ?
যে দেশে একজন মেধাবী ডাক্তারের খুনের মোটিভ
খুনি ধরা পড়ে না।
যে দেশে একজন ডাক্তার খুন হয়ে গুম হয়ে যায়
সে দেশে আমি আপনি আপনার পরিবার কতটুকু
নিরাপদ আর কতটুকু বিচার পাবে ?
সবে মাত্র সংসার জীবনে পা রাখা নববধু সুমী
কি করবে এখন ??????
একমাত্র সন্তান হারা মা/বাবা’র কি গতি হবে ???
কে দিবে এর উত্তর ?
সন্তান কে একজন ডাক্তার বানানো যে কত কষ্ট
তা কি বুঝেন ??

(ভিডিওটি একুশে টিভির সংবাদের জন্য নির্মিত এবং অন্তর্জালে উন্মুক্ত)

লেখাটি অন্তর্জাল থেকে পাওয়া এবং সংক্ষেপিত ।
(প্ল্যাটফর্ম চিকিৎসকদের উপর সকল নির্যাতন, হত্যার প্রতিবাদ জানায় তবে বিচারাধীন কোন বিষয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযুক্ত না হওয়া পর্যন্ত নীতিগতভাবে দোষারোপ করে না-এ লেখাটির অনেক অংশ তাই পরিমার্জনা করা হলো। ডাঃ মুরাদ হত্যার বিচার চাই, এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে পরিচালিত করার জন্য জড়িত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচার চাই)

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (3)

  • Kichu bolar nai, ata to ar notun bishoi na :/ ,amadar moto ei rokom country te arokomi hobe.. -_- corruption nrmal bapar,so protest koreo asha kori Dr. Murad ar bichar pawa jabe na... :/ >:( onar jonno amra shudhu pray tai kortei parbo nothing more... :(

  • একজন ডাক্তার আই মিন জাতীয়( ডাকাত ,কসাই) এর মৃত্যুতে জাতি বিচলিত হবে কেন? দেশ থেকে একজন কসাইকে পরকালের টিকিট দেয়া হলো ,এটা জাতীয় খুশির বিষয় ৷ জাতি এ নিয়ে মিছেমিছি দুঃখ করবে কেন ??

Related Post