X

টনসিল ও টনসিলাইটিস


টনসিল কি? এটি আপনার শরীরের একটি প্রতিরক্ষামূলক অঙ্গ। এর কাজ হল জীবানু যখন মুখ বা নাসারন্ধ্র দিয়ে ঢুকবে, তাকে ঔই যায়গাতেই আটকে দেয়া।
টনসিলাইটিস কি?
টনসিল যখন জীবানু দ্বারা আক্রান্ত হয়, তখন এর ইনফ্লামেসন হয় ফলে এটি ফুলে লাল হয়ে যায়। এই অবস্থাকেই টনসিলাইটিস বলে।
কেন হয় টনসিলাইটিস?
ব্যাক্টেরিয়া ও ভাইরাস দ্বারা আক্রান্ত হলে। সচরাচর নিচের জীবানু দিয়ে হয়…
ব্যাক্টেরিয়াঃ streptococcus
ভাইরাসঃ influenza virau, adeno virus, entero virus.
উপসর্গঃ
-গলা ব্যাথা
-জ্বর
-ঢোক গিলতে ব্যাথা
-গলার স্বর পরিবর্তন
-মাথা ব্যাথা
-অরুচি
-টনসিল ফুলে যাওয়া
-কানে ব্যাথা
-মুখে দূর্গন্ধ
বাচ্চাদের আরো হতে পারে-
-বমি ভাব
-বমি
-পেটে ব্যাথা।
করনীয়ঃ
১) বিশ্রাম নিন
২)গরম পানিতে লবন দিয়ে গার্গেল করুন
৩) কুসুম গরম পানি খান, আরাম পাবেন
৪) হালকা খাবার খান
৫) ঠান্ডা পানি খাওয়া নিষেধ, এমন মন কথা নাই। বরং ঠান্ডা জিনিস গলায় কিছুটা আরাম দেয়
৬) ভিটামিন সি যুক্ত খাবার খাবেন। যেমন- লেবু।
চিকিৎসাঃ
১) ব্যাথানাশক ঔষধঃ প্যারাসিটামল, আইবুপ্রফেন
২) আন্টিবায়টিক ঔষধঃ রিপোর্ট অনুযায়ী
৩)মাউথ ওয়াশ
অপারেশন কখন করা হয়?
১) বারবার টনসিলাইটিস হলে
২) যদি টনসিল ফুলে খাদ্য নালী পথ পুরোই বন্ধ করে দেয়
৩) ভালো হওয়ার কোন লক্ষন না থাকলে
সমস্যাঃ
১) বাচ্চাদের বারবার টনসিলাইটিস হলে তাদের শারীরিক ও বুদ্ধির বৃদ্ধি কম হয়।
২)streptococcus ব্যাক্টেরিয়া দ্বারা আক্রান্ত হলে তা থেকে রিউমেটিক ফিভার হওয়ার সম্ভবনা থাকে।
সুস্থ থাকুন

ডা আজমিরী বিনতে আসলাম
ফেসবুক সংযোগঃ Health Tips By Dr. Azmiree

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (2)

  • ঠাণ্ডা খাওয়া যাবেন না এমন কোন কথা নাই। তাহলে ছোটবেলায় ঠাণ্ডা লাগলে টনসিলাইটিস হত বলে মনে পড়ে। এর কি কোন ব্যাখ্যা আছে?

Related Post