X

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ আয়োজিত আন্ত:মেডিকেল ফটোগ্রাফি প্রতিযোগিতা

২৮ ডিসেম্বর ২০১৯
চিকিৎসক বলেই যে কেবল রাতদিন বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতে হবে, তা কিন্তু নয়! মেডিকেল কলেজের নিত্যকার আইটেম/কার্ড/টার্ম সামলে, প্রফের হাজারো ঝামেলার মাঝেও অনেকে কিন্তু ঠিকই সুকুমার বৃত্তির চর্চা করে থাকেন নিয়মিতভাবেই।

পড়াশোনার বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে অবসর সময়টুকুতে অনেকেই ছেলেবেলা থেকে চর্চিত গুণের পুনঃচর্চা করেন, আবার নিতান্ত শখের বশেই অনেকে করেন গান, নাচ, আবৃত্তি কিংবা অভিনয়। অনেকে ছবি আঁকেন, কেউবা আবার সময় সুযোগ পেলেই কাঁধে ঝোলানো ক্যামেরা কিংবা হাতের মুঠোয় থাকা মুঠোফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন একের পর এক ছবি তোলায়!

খুব ভাল ছবি তোলেন বলে পরিচিত মহলে খ্যাতিমান চিত্রগ্রাহক বা নিতান্ত শখের বশে ছবি তোলা চিত্রগ্রাহক-
পেশাদার কিংবা অপেশাদার উভয় শ্রেণীর চিকিৎসক/চিকিৎসা শিক্ষার্থী চিত্রগ্রাহকদের জন্যই বছর ঘুরে পুনরায় এসেছে দারুণ সুযোগ।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে তৃতীয়বারের মত আয়োজিত হতে চলেছে-

‘Artistic Aesthetics 3.0: National Inter-Medical Photography exhibition, 2020’

এ উপলক্ষ্যে বাংলাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের বর্তমান/প্রাক্তন শিক্ষার্থীদের নিকট থেকে নিজের তোলা ছবি আহ্বান করা হচ্ছে।
ছবি জমা দেওয়া যাবে দুই ক্যাটাগরিতেই-

• Category A: DSLR/Camera
• Category B: Mobile

সাদা কালো এবং রঙিন- উভয় মাধ্যমেই ছবি জমা দেওয়া যাবে। বিষয়বস্তু উন্মুক্ত।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি ছবি জমা দিতে পারবেন।

বিদেশের মেডিকেল/ডেন্টাল কলেজে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরাও প্রয়োজনীয় সনদপত্র জমাদান পূর্বক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ছবি জমাদান শুরুর তারিখঃ
২৩ ডিসেম্বর ২০১৯ (রাত ১২.০০টা)

জমাদানের শেষ তারিখঃ
১০ জানুয়ারি ২০২০ (রাত ১১.৫৯ পর্যন্ত)

পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানের তারিখঃ
১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২০

অংশগ্রহণের নিয়মাবলীঃ

• রিজোলিউশনঃ
ছবি অবশ্যই JPEG/JPG ফরম্যাটে হতে হবে। ডিএসএলআর/ক্যামেরা ক্যাটাগরির ক্ষেত্রে দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে ৩০০০ পিক্সেল, রিজোলিউশন সর্বনিম্ন ৩০০ DPI।
মোবাইল ক্যাটাগরির ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ২৪০০ পিক্সেল।

• নিম্নে বর্ণিত ই-মেইলের মাধ্যমে, সকল প্রতিযোগীকে অবশ্যই ছবি পাঠানোর সময় একই সাথে নিম্নোক্ত তথ্যগুলোও লিখে দিতে হবেঃ
– প্রতিযোগীর নাম
– শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ মেডিকেল/ডেন্টাল কলেজের নাম
– সেশন
– দেশের নাম
– পূর্ণ ঠিকানা
– যোগাযোগের জন্য নাম্বার
– ই-মেইল ঠিকানা
– জমাদানকৃত ছবির সংখ্যা

ই-মেইল:

jrrmc.photography.club@gmail.com

• ইমেইল প্রেরণের পর অংশগ্রহণকারীকে অবশ্যই নিম্নোক্ত ইভেন্ট পেইজে নিজের ইমেইল এড্রেস ও জমা দেওয়া ছবির সংখ্যা উল্লেখ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ইভেন্ট এড্রেসঃ Artistic Aesthetics 3.0

• প্রাথমিকভাবে বাছাইয়ের পর নির্বাচিত প্রতিযোগীকে পরবর্তীতে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

পুরস্কারঃ

• ক্যাটাগরি এঃ বিজয়ী, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে উপযুক্ত প্রাইজ মানি, ক্রেস্ট এবং সার্টিফিকেট।
• ক্যাটাগরি বিঃ বিজয়ী, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে উপযুক্ত প্রাইজ মানি, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

• এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকছে সার্টিফিকেট এবং ফটো ফ্রেম।

সুতরাং আর আর দেরি কেন?
পাঠিয়ে দিন নিজের তোলা চমৎকার সব ছবি, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার, বিকশিত হোক প্রতিভা।

Platform:
Related Post