X

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ২ চিকিৎসাবিদ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে, ২০২১, বৃহস্পতিবার

সম্প্রতি তিনজন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যাদের মধ্যে রয়েছেন ২ জন চিকিৎসাবিদ। এ বিষয়ে গত বুধবার ৫ মে, ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী পাঁচ বছরের জন্য তাঁরা এ নিয়োগ পেয়েছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ছবিঃ অধ্যাপক ডা. কে আজাদ এবং অধ্যাপক ডা. মাহমুদ হাসান

নিয়োগপ্রাপ্ত ৩ জাতীয় অধ্যাপক হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুউদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(বারডেম) সভাপতি ডা. কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটি এবং গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। এছাড়াও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা, ১৯৮১ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

চিকিৎসাবিদ হিসেবে এ বিরল সম্মান অর্জনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবারের পক্ষ হতে অধ্যাপক ডা. কে আজাদ খান এবং অধ্যাপক ডা. মাহমুদ হাসানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক
মাইশা তাসনিম সুবাহ্

হৃদিতা রোশনী:
Related Post