X

‘জরুরী প্রসূতি সেবায় উদ্ভাবনীমূলক কাজে অবদানের জন্য স্বীকৃতি পেল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ‘

স্বাস্থ্য খাতে গত দশ বছরে সরকারের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতে উন্নয়নের রোডম্যাপের কর্মপরিকল্পনা বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২৩ অক্টোবর ২০১৮। উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি সেবায় উদ্ভাবনী কাজের স্বীকৃতি স্বরূপ পুরুস্কার প্রদান করেন –
মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোঃ নাসিম মহোদয়। পুরুস্কার গ্রহন করেন ডাঃ জাহাঙ্গীর কবির,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
বীরগঞ্জ,দিনাজপুর।

স্বাস্থ্য অধিদপ্তর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।সম্মেলনে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (স্বাস্থ্য ও শিক্ষা) জি এম সালেহউদ্দিন, অতিরিক্ত সচিব (পাবলিক হেলথ ও ওয়ার্ল্ড হেলথ) মো. হাবিবুর রহমান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সলানসহ ইউনিসেফ, ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

Mahbubul Haque:
Related Post