X

চোখের ড্রপ ব্যবহারের নিয়মাবলী

২৯ মে, ২০২০, শুক্রবার

 

ডা. তানিয়া হাফিজ

জেড. এইচ. সিকদার উইমেন মেডিকেল কলেজ (সেশন ‘০৩-০৪)

 

একজন মানুষের জন্য চোখ হলো অমূল্য সম্পদ। চোখ নাই তো দুনিয়া অন্ধকার। আর এই চোখ নিয়েও আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। চোখে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে।

 

বিশেষ করে কনজাংটিভাইটিস (বিভিন্ন ধরনের হয়),  ক্যালাজিওন, স্টাই, ক্যাটারেক্ট, গ্লুকোমা ইত্যাদি।

 

চোখের ড্রপ ব্যবহারের নিয়মাবলীঃ

 

★ড্রপ ব্যবহারের পূর্বে হাত ভালো করে ধোয়া।

 

★যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে, সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন। কারন ড্রপের মুখ খোলার পর ১ মাসের বেশি ঐ ড্রপের বোতল ব্যবহার করা যায় না/উচিৎ নয়।

 

★যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয় তাহলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিতে হবে।

 

★এরপর রোগীকে বসিয়ে মাথাটা পিছনের দিকে নিয়ে চোখের উপরের পাতা আলতোভাবে উপরের দিকে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হয়।

 

★ড্রপ দেওয়ার পরে অন্তত ১০সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।

★ড্রপ চোখে দেওয়ার পরে চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে যাতে নাকে না চলে যায়/চোখ বেয়ে গড়িয়ে না পড়ে।

 

★খেয়াল রাখতে হবে, ড্রপ যেন কর্নিয়াতে না পড়ে এবং ড্রপের নজেল যেন চোখে না ছোয়।

 

★প্রত্যেক চোখে ১ফোটা করে ড্রপ দিতে হয়ে (মানে ২ চোখে ১ ফোটা ১ ফোটা করে দিতে হবে)। এক এর অধিক ড্রপ একই সময়ে দেয়া যাবে না।

 

★যদি আপনার ডাক্তার আপনাকে একের অধিক ধরনের ড্রপ এডভাইস করেন, তাহলে একই সময়ে ২ ধরনের ড্রপ দেয়া যাবে না। অন্তত এক ধরনের ড্রপ ব্যবহার করার ৩০ মিনিট পরে আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।

 

★যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট ২টাই প্রেসক্রিপশনে থাকে, তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপরে অয়েন্টমেন্ট। আই অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত ২ ঘন্টা পরে আবার ড্রপ ব্যবহার করতে হয়।

★ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ্বালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভুত হয়, তাহলে ডাক্তারকে বিষয়টা জানাতে হবে।

 

★পূর্বে যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার এলার্জীর সমস্যা হয়ে থাকে, তাহলে এবারে আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।

Sarif Sahriar:
Related Post