X

চীন থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান

প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা সহায়ক সামগ্রী‌। ইতিমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি করোনা ভাইরাস শনাক্তকরণ কীট, পিপিই প্রভৃতি সংগ্রহের জন্য আজ শুক্রবার (১৭-০৪-২০২০) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্র‍ু চীনের উদ্দেশ্যে চট্রগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা হতে বৃহস্পতিবার (১৬-০৪-২০২০) তারিখে চট্রগ্রামে পৌঁছায়। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তাও প্রদান করছে।

একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনাভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহিত আরো কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে আনা হবে। উল্লেখিত চিকিৎসা সামগ্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানটি ১৮-০৪-২০২০ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে বলে জানা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেইজ হতে এ তথ্য গতকাল নিশ্চিত করা হয়।

তথ্য সূত্র: https://m.facebook.com/story.php?story_fbid=965048290579711&id=226131374471410

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post