X

চিকিৎসা বিজ্ঞানের মাইলফলক: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

২৪ অক্টোবর ২০১৮ উদ্বোধন করা হয় রাজধানীর চাঁনখারপুলে স্থাপিত ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউট যা বিশ্বের সর্ববৃহৎ স্বতন্ত্র বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইন্সটিটিউট এবং চিকিৎসা বিজ্ঞানে একটি মাইলফলক।

বিদ্যমান সেবাসমূহ
১. ১৮ তলা এই ভবনটি মূলত ৩ টি ব্লকে বিভক্তঃ– East block : বার্ন কেয়ার, Central block: একাডেমিক ও এডমিনিস্ট্রেটিভ, West block: প্লাস্টিক সার্জারি কেয়ার।
২. ক্রিটিকাল ও একিউট বার্ন এবং বার্ন পরবর্তী শারীরিক অক্ষমতার সর্বাধুনিক ও সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা।
৩. বার্ন ড্রেসিং এর জন্য রয়েছে বিশ্বের সর্বাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় বার্ন ট্যাংক সুবিধা।
৪. স্বয়ংসম্পূর্ন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি হ্যান্ড সার্জারি ইউনিট রয়েছে।
৫. দূর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ পুনঃপ্রতিস্থাপনের জন্য রয়েছে স্বয়ংসম্পূর্ন মাইক্রো সার্জারি ইউনিট।
৬. ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ও পরবর্তী রিকন্সট্রাকশন এবং ব্রেস্ট এর নানা ধরনের জটিলতা সমাধানের জন্য সরকারি হাসপাতালে দেশের প্রথম ও
স্বয়ংসম্পূর্ন কম্প্রেহেনসিভ ব্রেস্ট সার্জারি বিভাগ।
৭. সরকারি পর্যায়ে দেশের প্রথম সর্বাধুনিক এসথেটিক সার্জারি সেন্টার যেখানে লেজার, লাইপোসাকশন, হেয়ার ট্রান্সপ্লান্ট ও এন্ডোস্কপিক এসথেটিক এর সুবিধা বিদ্যমান।
৮. সর্বাধুনিক প্রযুক্তির এমঅারঅাই, সিটি স্ক্যান সহ রেডিওলজির সেবাসমূহ।
৯. দেশের সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ফিজিও থেরাপি সেন্টার।
১০. অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ২০ শয্যার আইসিইউ এবং মহিলা, পুরুষ এবং শিশুদের জন্য স্বতন্ত্র ৬০ শয্যাবিশিষ্ট এইচডিইউ চিকিৎসা সুবিধা।
১১. ১০ টি অত্যাধুনিক Modular অপারেশন থিয়েটার এবং ইমার্জেন্সি অপারেশন থিয়েটার এর মাধ্যমে ২৪ ঘন্টা অপারেশন সুবিধা।
১২. সর্বাধুনিক সুবিধাসম্পন্ন বায়োকেমিকাল, প্যাথলজিক্যাল আর ইমুনোলজি ল্যাব যেখানে ২৪ ঘন্টা প্রয়োজনীয় সেবাসমূহ প্রদান করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা
বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিনব্যাংক সুবিধা চালু হবে। ফলে বেশি পোড়া(major burn) রোগীদের জীবনরক্ষার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে। হাইপারবারিক অক্সিজেন থেরাপির মাধ্যমে শ্বাসনালী পুড়ে যাওয়া রোগী এবং দীর্ঘদিন না শুকানো শারীরিক ক্ষতের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা যাবে। এছাড়াও এখানে জটিল শারীরিক ক্ষত নিরাময়ে ‘Stem cell therapy’ সহ সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হবে। দেশের প্রথম স্বতন্ত্র ক্লেফট ও ক্রেনিওফেসিয়াল সেন্টার হিসেবে এখানে ঠোঁট ও তালু কাঁটা রোগীদের জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

Platform:
Related Post