X

চিকিৎসাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পাচ্ছেন ডা. সায়েবা আক্তার

৫ই ফেব্রুয়ারি ২০২০: আজ ৫ ফেব্রুয়ারি, ২০২০ রোজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক “একুশে পদক” প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় প্রকাশিত নাম অনুযায়ী চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

অধ্যাপক ডা. সায়েবা আক্তারের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সেখানেই কর্মজীবনের শুরু করেন তিনি। স্বামী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর কবিরও পেশায় একজন চিকিৎসক। তিনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং “ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি” এর সাবেক পরিচালক। কর্মজীবনে ডা. সায়েবা আক্তার দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক এবং “অব্সটেট্রিক এন্ড গাইনোকলজি” বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর রাজধানীর নিউ ইস্কাটনে ‘মামস ইনস্টিটিউট অব ফিস্টুলা অ্যান্ড ওমেনস হেলথ’ গড়ে তোলেন তিনি। এটি মূলত ২০ শয্যার দাতব্য হাসপাতাল।

চিকিৎসা ক্ষেত্রে অবদান ছাড়াও নারী শিক্ষায়ও ভূমিকা রেখেছেন ডা. সায়েবা আক্তার, এজন্য স্বল্প আয়ের পরিবারের মেয়েদের কর্মমুখী শিক্ষা দেবার জন্য ঢাকা ও গাইবান্ধায় বর্তমানে দুটি প্রতিষ্ঠান চালাচ্ছেন তিনি।

চিকিৎসা ক্ষেত্র ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন দেশের ১৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ওসমানী স্মৃতি মিলনায়তন” এ আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে একুশে পদক তুলে দেবেন বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক/ হৃদিতা রোশনী

Platform:
Related Post