X

চিকিৎসকরা নিরাপত্তাহীন ভুগবেন এমন কোন আইন প্রণয়ন করবে না সরকার : ডা. মোস্তফা জালাল

 

৬ মে ২০১৭ , শনিবার বেলা ১১:০০টায় বিএমএ অডিটোরিয়াম, ১৫/২ তোপখানা রোড, ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এর সভাপতিত্বে সভার মূল কার্যক্রম পরিচালনা করেন বিএমএ মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী।

 
সভায় এসোসিয়েশনের ৬৭টি সাংগঠনিক শাখা থেকে আগত কেন্দ্রীয় কাউন্সিলের তিন শতাধিক সদস্য অংশগ্রহন করেন। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘খসড়া চিকিৎসা সেবা আইন-২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে ‘চিকিৎসা সেবা আইন-২০১৬ (খসড়া)’ চিকিৎসা সেবার ক্ষেত্রে অসংগতিপূর্ণ বিধায় উপস্থিত সকল সদস্য উক্ত আইনকে একটি কালো আইন হিসেবে অভিহিত করে তা বাতিল করার পক্ষে মতামত ব্যক্ত করেন।

 

 

 
সভায় এসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে সকল খাতে সাফল্য দেখিয়েছে স্বাস্থ্য খাত তার মধ্যে অন্যতম, যে জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সম্মানা ও পুরষ্কারে ভূষিত হয়েছেন। এসকল অর্জনে চিকিৎসক সমাজের অবদান অগ্রগন্য। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার চিকিৎসকরা নিরাপত্তাহীন মনে করেন এমন কোন আইন প্রণয়ন করবেন না এবং বিএমএ ও কোন কালো আইন প্রণয়ন করতে দিবে না।”

 

 

  তথ্য ও ছবি :  ডা. মোঃআবুল বাসার রনি ।সেন্ট্রাল কাউন্সিলর,বিএমএ ,ঢাকা মহানগর ।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post