X

চলমান লকডাউনে পুলিশ কর্তৃক চিকিৎসকদের হয়রানি প্রসঙ্গে “প্ল্যাটফর্ম” এর প্রতিবাদলিপি

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

চিকিৎসকেরা মুভমেন্ট পাসের আওতামুক্ত জানার পরেও দেশব্যাপী চলমান সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে হসপিটালে ডিউটি করতে যাওয়া চিকিৎসকেরা রাস্তাঘাটে পুলিশ কর্তৃক হয়রানির সম্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে গতকাল (সোমবার) প্রতিবাদলিপি প্রকাশ করেছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”।

নিচে প্রতিবাদলিপিটি হুবহু তুলে ধরা হল:

অত্যন্ত দু:খের সাথে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় চলমান লকডাউনকে কেন্দ্র করে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকগণ কর্মস্থলে যাতায়াতকালে নিগ্রহ ও হয়রানির শিকার হচ্ছেন। সরকার কর্তৃক প্রদত্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনায় স্বাস্থ্যসেবার সাথে জড়িত ব্যক্তিবর্গকে নিষেধাজ্ঞার বহির্ভূত রাখার পরেও ইতিমধ্যেই রাজধানীতে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে বিভিন্ন সড়কে হয়রানি করা, গাড়ি আটকে রাখা এমনকি জরিমানাও করেছে পুলিশ।

গত ১৮ এপ্রিল (রোববার) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে পুলিশ চেকপোস্টে আটকানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং স্বাচিপ, বিএসএমএমইউ শাখার সদস্য ডা. সাঈদা শওকত জেনি’র গাড়ি। তাঁর গায়ে বিএসএমএমইউ এর লোগোযুক্ত এপ্রোন, হাসপাতালের লোগো চিহ্নিত গাড়ি এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালক কর্তৃক ইস্যুকৃত অনুমতিপত্র দেখানোর পর এগুলোকে ভুয়া দাবি করে পুলিশ সদস্যরা এবং আক্রমণাত্মক ভাবে জেরা ও হেনস্তা করে। অন্যদিকে মুভমেন্ট পাস ও আইডি কার্ড থাকার পরেও এক চিকিৎসক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ডিউটিতে যাওয়ার সময় সংসদ ভবনের পর থেকেই রিকশা থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলশ্রুতিতে উক্ত চিকিৎসককে পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছাতে হয়। যেখানে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে কাজ করে চলেছেন সেখানে বারবার চিকিৎসক পরিচয় দেবার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরণের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” দেশের এই সংকটময় পরিস্থিতিতে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণের উপর এ ধরণের অসহিষ্ণু ও হয়রানিমূলক কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছে।

অংকন বনিক:
Related Post