X

গোপালগঞ্জে ৩ পুলিশ সদস্য সহ ৯ জনের শরীরে করোনা শনাক্ত


প্ল্যাটফর্ম নিউজ, ১৪ এপ্রিল, ২০২০:

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে ঢাকা সংক্রমণের শীর্ষে থাকলেও এর বাইরের জেলাগুলোও করোনার প্রভাব থেকে বাদ যায় নি। গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৩ জন পুলিশ কনস্টেবলসহ ৬ জনের মধ্যে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সূত্রে জানা যায় এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে অনেকেই নারায়ণগঞ্জ ফেরত বলে তিনি মন্তব্য করেন।

সিভিল সার্জন জানান, এর আগে টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী ও সড়ইডাঙ্গায় এক ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব মেলে। সোমবার (১৩ এপ্রিল) আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে আরো ৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এদের মধ্যে মুকসুদপুর থানার তিন পুলিশ কনেস্টেবল ছাড়াও গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩ জন রয়েছেন। ২৪ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল, তাদের মধ্য ৩ জনের ফলাফলে করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, সদরের তিন জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। বাকি মুকসুদপুর থানার ৩ কনষ্টেবল ও টুঙ্গিপাড়া উপজেলার ৩ জনকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

Platform:
Related Post