X

গণমাধ্যমের সঙ্গে হাসপাতালের নার্সদের কথা বলা নিষেধ

প্ল্যাটফর্ম নিউজঃ ১৭ এপ্রিল, ২০২০

গণমাধ্যমের সঙ্গে সরকারি হাসপাতালের নার্সদের কথা বলতে নিষেধ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। গত বুধবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশে অধিদপ্তরের কর্মীদেরকে এ নির্দেশনা দেয়া হয়।

অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।’

উল্লেখ্য, সম্প্রতি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন নার্স হাসপাতালের কর্মীদের খাদ্যসংকট নিয়ে গণমাধ্যমে মন্তব্য করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, ‘সরকারি চাকরিবিধি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা চাইলেই গণমাধ্যমে আলোচনা, বিবৃতি ও মতামত দিতে পারেন না। চিঠি দিয়ে এটুকুই মনে করিয়ে দেওয়া হয়েছে। এ ধরণের বক্তব্য বিবৃতি দিতে হলে আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে বলা হয়েছে।’

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

Platform:
Related Post