X

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের স্মরণে সপ্তাহব্যাপী কার্যক্রম

পাকিস্তান সরকারের বাধা দমিয়ে দেশের শিল্প কারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা মানব হিতৈষী কর্মবীর ডাঃ এম এম আমজাদ হোসেনের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

উল্লেখ্য স্যারের জন্ম ১ অক্টোবর ১৯২৫ সালে এবং মৃত্যুবরণ করেন ১১ সেপ্টেম্বর ২০১২ সালে৷

প্রয়াত ডাঃ আমজাদ হোসেন স্যার এনায়েতপুরে মানব সেবায় অলাভজনক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা হিসেবে শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকান্ডে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভূমিকা পালন করে গেছেন।

তার স্মরণে গত শনিবার চৌহালীর দুর্গম চরে বিভিন্ন বিভাগের স্পেশালিষ্ট নিয়ে প্রতি বছরের ন্যায় হেল্থ ক্যাম্প পরিচালিত হয়, প্রায় সহস্রাধিক গরীব মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়৷
এছাড়া কেওয়াইএমসি ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেন ।

আজ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং কলেজের পতাকা অর্ধনমিত রাখা হয়৷
সকাল ৭ টায় কবর জিয়ারত করা হয়৷
সকাল ১০ টায় কলেজের ১ নং গ্যালারীতে শুরু হয়
স্বরণসভা । স্মরণসভায় বক্তারা স্যারের বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম এবং দেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে স্যারের অবদান সম্পর্কে আলোকপাত করেন৷

এছাড়া বাদ আছর হসপিটালের বহিঃবিভাগের দ্বিতীয় তলায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

 

শেখ লুৎফুর রহমান তুষার৷
শিক্ষার্থী
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ৷

Urby Saraf Anika:
Related Post