X

ক্যান্সারের ঝুকি কমাতে করনীয়ঃ World Health Organization এর পরামর্শ

যেভাবে আপনার ক্যান্সারের ঝুকি কমাবেনঃ
World Health Organization এর তথ্য মতে নিচের কতগুলো জিনিস মেনে চললে আপনার ক্যান্সারের ঝুকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

– ধূমপান করবেন না। কোন রকম তামাক জাতীয় দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকুন।
– আপনার বাসাকে রাখুন ধূমপান মুক্ত।
– শারীরিক পরিশ্রম করুন।
– স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
– মদ্যপান / এলকোহল এর পরিমান কমিয়ে দিন।
– অতিরিক্ত সূর্যকিরণ পরিহার করুন। রোদে গেলে সান স্ক্রীন ব্যবহার করুন।
– শিশুকে বুকের দুধ পান করালে মায়ের ক্যান্সারের ঝুকি কমে যায়।
– বাসায় ও বাইরে বায়ুদূষণ প্রতিরোধ করুন।
-শিশুকে হেপাটাইটিস বি এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দিন।
– ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহন করুন।

ক্যান্সার থেকে বাঁচতে চাই সকলের সচেতনতা। তাই নিজে জানুন এবং অন্যকে জানান।

drferdous:
Related Post