X

কোভিড-১৯ মহামারি: নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলো তায়রুন্নেসা মেডিকেল

১৯ মার্চ ২০২০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্যানডেমিক ঘোষিত কমিউনিটি ট্রান্সমিশন ডিসিজ কোভিড-১৯ মোকাবিলা করতে প্রয়োজন যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা। তার মধ্যে অন্যতম হল ‘হাত’ জীবাণুমুক্ত রাখা।

এই উদ্দেশ্যকে সামনে রেখে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এর একদল তরুণ শিক্ষার্থী এবং ডাক্তার মিলে WHO কর্তৃক প্রদত্ত ফর্মূলা দিয়ে তৈরি করেছেন করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধক ‘হ্যান্ড স্যানিটাইজার’। উক্ত মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট হ্যান্ড স্যানিটাইজার এর ফর্মূলাটিকে স্বীকৃতি দিয়েছে।

এই জন্য গঠিত টিমে আছেন টিম লিডার ডা. কবির হোসেন, টিম কো-অর্ডিনেটর মো. আশরাফুল হক বাবন, ডা. মইনুল হোসেন, ডা. সুজিত চন্দ্র বিশ্বাস, ডা. ইমতিয়াজ হোসেন, ডা. ওমর ফারুক এবং সাইমুম ইসলাম লাবিব।

তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এর পক্ষ থেকে নিজস্ব তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার মানুষের মাঝে বিতরণ করা হবে। এতে সহযোগীতা করছে Fundamental Rights for Better Life (FRBL) নামক সেচ্ছাসেবী সংস্থা। তাদের মূলমন্ত্র:
“হাত, মুখ, নাক, চোখ পরিষ্কার রাখি,
করোনা মোকাবিলায় সতর্ক হই”

Platform:
Related Post