X

কোভিড-১৯ ব্যবস্থাপনায় লাল হলুদ সবুজ জোনের নির্দেশিকা প্রকাশিত

ছবি: ইন্টারনেট

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুন ২০২০, শুক্রবার

কোভিড-১৯ চলমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রয়োজনীয় নির্দেশণা জারি করা হয়েছে।

মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন)- এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কোভিড – ১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণে নির্দেশাবলী জারি করেছেন।

নির্দেশনা অনুযায়ী, কোভিড-১৯  মোকাবেলায় দেশের যেকোনো এলাকাকে লাল, হলুদ বা সবুজ জোনে চিহ্নিত করা যাবে।এতে Bangladesh Risk Zone–Based COVID-19 Containment Implementation Strategy /Guide অনুসরণ করতে হবে। জেলার সিভিল সার্জনের নিকট জোনিং ঘোষনার ক্ষমতা অর্পন করা হয়েছে।

নির্দেশনাটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টগণ আশা করছেন অতি দ্রুত সময়ে নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি হতে উত্তরণ সম্ভব হবে।

Bangladesh Risk Zone–Based COVID-19 Containment Implementation Strategy/Guideline পেতে ক্লিক করুন –
https://drive.google.com/file/d/1PhZ6G3CeQam061fdJ87_ciwmLI9KnW-e/view?usp=drivesdk

 

Anisur Riad:
Related Post