X

কোভিড-১৯ : বসুন্ধরায় হাসপাতাল নির্মাণের কাজ ৭৫ ভাগ সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
করোনা রোগীর চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হাসপাতাল নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ১৫ দিনের মধ্যে হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ১২ এপ্রিল কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

উল্লেখ্য দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তারই ধারাবাহিকতায় দুই হাজার শয্যার আইসোলেশন সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্মাণাধীন হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হামিদ কাজের অগ্রগতি ও নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ‘আইসোলেশন সেন্টারের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের বেড চলে এসেছে। এসি স্থাপন ও টয়লেট বানানোর কাজ পাশাপাশি চলছে। চিকিৎসক ও নার্সদের কক্ষগুলো তৈরির কাজ শেষ পর্যায়ে। আমাদের সময়সীমা ২৫ এপ্রিল। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই হাসপাতালটির নির্মাণকাজ শেষ করতে পারব।’

আইসিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম জসীম উদ্দিন বলেন, ‘আড়াইশর ওপরে বেড হল-২-এ সেটআপের কাজ চলছে। এটার সরবরাহ এসে গেছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যেভাবে কাজ করছে তাতে আগামী ২৪-২৫ তারিখে আমরা রোগী গ্রহণ করতে পারব বলে আশা করছি। মহতী এ উদ্যোগের সমাপ্তিতে করোনা রোগীর চিকিৎসায় দেশ পাবে ২ হাজার শয্যার বিশাল এক আইসোলেন সেন্টার। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রোগীদের সুরক্ষায় থাকবে ৭১ ইউনিটের একটি বিশেষায়িত আইসিইউ।’

তবে প্রাথমিকভাবে এখানে দুই হাজার ৭১ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরির কাজ শুরু হলেও প্রয়োজন দেখা দিলে এটিকে পাঁচ হাজার শয্যায় রূপান্তর করা যাবে বলে জানায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ কার্যক্রম শুরু হয়ে গেলে বাংলাদেশে এটিই হবে কোভিড-১৯ রোগীদের জন্য বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post