X

কোভিড-১৯: নেত্রকোনায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৮ জন শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। ২৪ ঘণ্টায় নেত্রকোণায় নতুন করে আরো ৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১ জন চিকিৎসক এবং ১ জন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে জেলাটিতে মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, কেন্দুয়ার একজন স্বাস্থ্যকর্মী, মোহনগঞ্জের দুজন, আটপাড়ার একজন ও মদনের দুজন। এ নিয়ে জেলাটিতে ৫ জন চিকিৎসক ও ১৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

নেত্রকোণা জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান,

“নেত্রকোনায় গত ২ এপিল থেকে গতকাল বুধবার পর্যন্ত ১ হাজার ৩৮৩টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে প্রাপ্ত ১ হাজার ৯২টির প্রতিবেদনে ৬৬ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্ত ৬৬ জনের মধ্যে ৪৫ জনই বাইরের জেলা থেকে এসেছেন। সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন।”

জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানান,

“আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। অন্যরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরো জানান,

“জেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ৩৩টি চিকিৎসাকেন্দ্রের মধ্যে ৭৫২টি শয্যা রয়েছে। এর মধ্যে কোভিড-১৯ চিকিৎসার জন্য সরকারিভাবে ১৪৫টি ও বেসরকারিভাবে ২৩টিসহ মোট ১৬৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসায় স্থানান্তরের জন্য সার্বক্ষণিক চালকসহ একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। ৮৩ জন চিকিৎসক ও ৮৩ জন নার্স করোনায় আক্রান্ত রোগীদের সেবায় কাজ করে যাচ্ছেন।”

জেলাটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post