X

কোভিড-১৯: জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ

২৫ মার্চ ২০২০: আজ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় কোভিড-১৯ প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোভিড-১৯ এর জাতীয় ও আন্তর্জাতিক সার্বিক পরিস্থিতি বর্ণনা করে গোটা জাতিকে এক হয়ে করোনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গৃহহীনদের বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার। পাশাপাশি বিত্তবানদের প্রতি তিনি নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজেদের ঘরে অবস্থানের। মুসলমানদের ঘরে সালাত আদায়ের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ ঘরে প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অযৌক্তিকভাবে খাদ্য ও প্রয়োজনীয় জিনিস মজুদ করা কিংবা বাজারে পণ্যের দাম বৃদ্ধি করতে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি।

তিনি আরো জানান, রপ্তানিমুখী শিল্পের জন্য ৫০০০ কোটি টাকার প্রণোদনা দিবে বাংলাদেশ সরকার। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর যৌথ তহবিলে ১৫ লাখ ডলার অনুদান দিবে বাংলাদেশ।

সর্বোপরি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে সাহস ও বিচক্ষণতার সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবেলার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Platform:
Related Post