X

কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৪ জন চিকিৎসকসহ আরো ৮ জন শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৪ জন চিকিৎসকসহ নতুন করে আরো ৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বাকিদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য এবং ১ জন নার্স। এ নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে মোট করোনা শনাক্ত হলো ৪৪ জনের।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। জেলাটিতে আক্রান্ত ৪৪ জনের মধ্যে কালকে শনাক্ত হওয়া ৪ জনসহ এখন পর্যন্ত মোট ৬ জন চিকিৎসকের দেহে করোনা সংক্রমিত হলো। এছাড়া আরো ১২ জন স্বাস্থ্যকর্মীও আছেন জেলাটিতে আক্রান্তের তালিকায়।

ডেপুটি সিভিল সার্জন ডা: মো. শফিকুজ্জামান জানান,

“গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরো ৮ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন চিকিৎসক, ৩ জন পুলিশ সদস্য ও একজন নার্স। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪। এদের মধ্যে ৬ চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।”

নতুন আক্রান্ত ৪ জন চিকিৎসক হলেন: জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারী সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর এর একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী মেডিকেল অফিসার।

এছাড়াও নতুন শনাক্তকৃত বাকি ৪ জনের মধ্যে সদর হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই এবং পুলিশ সুপার কার্যালয়ের দুইজন কনস্টেবলও আছেন।

জেলাটিতে আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন এবং মারা গেছেন ৩ জন, যাদের মধ্যে ২ জনের মৃত্যুর পর করোনা শনাক্ত হয় এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post