X

কোভিড-১৯: আরো ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৯ জন

প্ল্যাটফর্ম নিউজ,

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৩ জন ও আরোগ্য লাভ করেছেন ৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৬,৪৬২ জন, মোট মৃতের সংখ্যা ১৫৫ জন এবং সুস্থ হয়েছেন মোট ১৩৯ জন।

দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নতুন মৃত্যুবরণ করা ৩ জন রোগীর সকলেই ষাটোর্ধ্ব। তাঁদের সকলেই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ৪৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর পরিমাণ আগের দিনের তুলনায় ১৩.৬৪% বেশি। ডা. নাসিমা সুলতানা বলেন, আক্রান্তদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছেন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী। তিনি দেশবাসীকে রমজানের বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেন এবং সকলকে বেশি বেশি পানি, ফলমূল, শাকসবজি খাওয়ার পরামর্শ দেন এবং ভাজাপোড়া ও তেল জাতীয় খাবার খেতে নিষেধ করেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

Rapid News:
Related Post