X

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিতদের এককালীন সম্মানী

ছবি: ইন্টারনেট

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুলাই, ২০২০, শনিবার

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উক্ত বিশেষ সম্মানীর আওতায় শুধুমাত্র করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীগণ এককালীন ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অণুসরণ করতে হবে।

(ক) স্বাস্থ্য অধিদপ্তর/ নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর ‘সংযুক্তি-ক’ ফরমে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সম্মানির জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে;

(খ) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তালিকা যথাযথভাবে যাচাই-বাছাইপূর্বক অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানি প্রদানর সরকারি আদেশ জারি করবে;

(গ) সম্মানি বাবদ ২০২০-২১ অর্থবছরে বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে; এবং

(ঘ) এ সম্মানি বর্তমান প্রচলিত অন্য যেকোন প্রজ্ঞাপ্ন/ আদেশ বর্নিত সম্মানির ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/ অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

এ পরিপত্রের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

Mahenaz Sultana Tamanna:
Related Post