X

কোভিড-১৯ঃ সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

প্ল্যাটফর্ম  নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

করোনা ভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়। আজ শুক্রবার ৯০ তম দিনে এসে অনাকাঙ্ক্ষিত এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

শুক্রবার (৫ জুন) করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়লো। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৩০ জন। সব মিলিয়ে দেশে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮১১।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (১৯ লক্ষ ২৮ হাজার ৬২৬)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রাশিয়া, চতুর্থ স্পেন, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ ইতালি, সপ্তম ভারত, অষ্টম জার্মানি, নবম পেরু ও দশম অবস্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে রয়েছে ক্রমান্বয়ে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন, কাতার এবং বাংলাদেশ।

পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে অষ্টমে। এশিয়ার দেশগুলোর মাঝে সবার উপরে রয়েছে ভারত। এর পরের অবস্থানে রয়েছে ক্রমানয়ে তু্র্কি, ইরান, সৌদি আরব, পাকিস্তান, চীন, কাতার।

উল্লেখ্য, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৬৭ লক্ষ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৩৬১।

Anisur Riad:
Related Post