X

কোভিড-১৯ঃ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ১ লাখ

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
সারাবিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে মহামারি রূপ ধারণ করা কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বর্তমানে এ রোগের মৃতের সংখ্যা ১,০০,২৬০ জন। যার মধ্যে ইতালিতে সর্বোচ্চ ১৮,৮৫৯ জন, যুক্তরাষ্ট্রে ১৭,৯১১ জন এবং স্পেনে ১৫, ৯৭০ জন। এ পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা ২৭ জন।

এ ছাড়া এ রোগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬,৪৭,৬৩৫ জন। সর্বোচ্চ আক্রান্ত দেশ গুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭৮ হাজার, স্পেনে ১ লাখ ৫৭ হাজার এবং ইতালিতে ১লাখ ৪৭ হাজার জন। বাংলাদেশে এ সংখ্যা ৪২৪ জন।

তবে আশার খবর এই যে মহামারি এ রোগের বিরুদ্ধে সারা বিশ্বের অকুতোভয় চিকিৎসাকর্মীদের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৯,১১৬ জন। যাদের মধ্যে সর্বোচ্চ চীনে ৭৭,৪৫৫ জন, স্পেনে ৫৫,৬৬৮ জন এবং জার্মানিতে ৫২,৪০৭ জন। বাংলাদেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩৩ জন।

নিজস্ব প্রতিবেদক/ মোঃ নাফিউল ইসলাম টিপু

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post