X

প্ল্যাটফর্ম কেয়ার মেডিকেল কলেজ কর্তৃক “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার 

আজ ২৬ ডিসেম্বর (শনিবার) রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট এবং এর সংলগ্ন এলাকায় কোভিড-১৯ মহামারীর ২য় ঢেউ মোকাবেলায় প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি আয়োজিত ‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ছবিঃ পথচারীদের মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মের সদস্যরা
ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য

বাংলাদেশসহ গোটা বিশ্ব কোভিড-১৯ মহামারীর এক কঠিন সময় পার করছে। ইতিমধ্যে ভাইরাসটির ২য় ঢেউ শুরু হয়ে গেছে। তবুও সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতার ছিঁটেফোঁটাও নেই।কারো মুখেই মাস্ক নেই বললেই চলে। এটি কত ভয়াবহ হতে পারে তা নিয়ে কারোরই বিন্দুমাত্র ধারণা নেই।

ছবিঃ পথচারীদের মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মের সদস্যরা
ছবিঃ রিকশাচালককে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য

এমতাবস্থায় মানুষজনের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্ল্যাটফর্ম ঢাকা সাউথ জোন অন্তর্ভুক্ত “প্ল্যাটফর্ম কেয়ার মেডিকেল কলেজ ইউনিট” কর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনমনে সচেতনতা তৈরি করা।

ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য
ছবিঃ মাস্ক বিহীন শিশুকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য

করোনা মহামারী এড়াতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সদস্যগণের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সে ধারাবাহিকতা বজায় রেখে আজ মাস্ক পরো ক্যাম্পেইন করে কেয়ার মেডিকেল কলেজ ইউনিটের প্ল্যাটফর্ম সদস্যরা।

ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য
ছবিঃ মাস্ক বিহীন শিশুকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য
ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য

জনসচেতনতা সৃষ্টি এবং করোনার প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে মাস্ক পরার গুরুত্ব এবং না পরার প্রভাব সম্পর্কে অবহিত করা হয়।

ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য
ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য

একইসাথে মাস্ক পরিধানের সঠিক নিয়ম এবং তার সঠিক ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হয়৷ এসময় প্রায় ১৫০ জন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ছবিঃ মাস্ক বিহীন পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম সদস্য
ছবিঃ ক্যাম্পেইনে অংশ গ্রহণকারী একাংশ

ক্যাম্পেইনে কেয়ার মেডিকেল কলেজ ইউনিট থেকে অংশগ্রহণ করেন সিলভিয়া মীম, মোঃ আবদুল্লাহ হিরু, মোঃ ইমতিয়াজ আহমেদ, তারেক নাসরুল্লাহ, প্রিন্স দাস, সাদিয়া আফরিন, অহিয়া ফারজিন রাহা, তাহসিনা জাহিন প্রমা, ফাতিমা তুজ নিসা, মোঃ ইব্রাহীম হোসেন হৃদয়, জসিম হাসান, তামান্না সিদ্দিকা মিম, শ্রাবনী সেতু। এছাড়াও অংশগ্রহণ করেন শমরিতা মেডিকেল কলেজের সিনিয়র এক্টিভিস্ট তাওহীদুল এহসান তানভীর, প্ল্যাটফর্ম ঢাকা জোনের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্ল্যাটফর্ম ঢাকা দক্ষিণ জোনাল পরিষদের সাবেক সহ সভাপতি এবং প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের ডেপুটি ডিরেক্টর ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান এবং ঢাকা সাউথ জোনাল কমিটির রিজিওনাল রিলেশন অফিসার আকিব আল হাসান।

Silvia Mim:
Related Post