X

কেয়ার মেডিকেলে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত হল নবীন বরণ ও সেমিনার

কেয়ার মেডিকেল কলেজে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত নবীন বরণ ও Cope Up With Medical Life & Future Of MBBS বিষয়ে একটি সেমিনার আজ অনুষ্ঠিত হয়।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. পারভীন ফাতেমা, সভাপতি ছিলেন কেয়ার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হাসিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিনাত আরা বেগম।

প্ল্যাটফর্ম থেকে উপস্থিত ছিলেন
ডা. শেখ আহমেদুল হক কিরণ(Co-Founder,Platform)।আরও উপস্থিত ছিলেন ডাঃ ইশরাত জাহান মৌরি(Adviser,Central Committe),ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান(Organiging Secretary,Dhaka Zone Platform),
জাহিদ হাসান(Co-Ordinator,Career wing,Platform),জুবায়ের ইবনে জামান(Co-Oraganiging Secretary,Platform) সহ আরও অনেকে।

আজকের সেমিনারে প্রথম বক্তব্য রাখেন ডা. শেখ আহমেদুল হক কিরণ, তার আলোচ্য বিষয় ছিল Cope up with medical life এবং দ্বিতীয় বক্তব্য রাখেন জাহিদ হাসান এবং তার আলোচ্য বিষয় ছিল Future of MBBS.

এরপর শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কেয়ার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. খন্দকার সাইফ ইমতিয়াজ। তিনি প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানান কেয়ার মেডিকেল কলেজে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।

অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রফেসর ডাঃ পারভীন ফাতেমা। প্রফেসর ডা. পারভীন ফাতেমা একজন দেশসেরা গাইনি এবং Infertility বিশেষজ্ঞ। তার হাত ধরে বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় এবং তাদের নাম হীরা,মনি,মুক্তা। পেশাজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে Reproductive endocrinology & Infertility ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তিনি তার বক্তব্যে প্ল্যাটফর্ম কে ধন্যবাদ এবং স্বাগতম জানান, কেয়ার মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান এবং সেমিনার আয়োজন করার জন্য এবং তার বক্তব্য শেষে ডা. শেখ আহমেদুল হক কিরণ(Co-Founder,Platform) প্রফেসর ডা. পারভীন ফাতেমাকে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

হৃদিতা রোশনী:
Related Post