X

মুক্তিযুদ্ধে হাজারো সৈনিকের জীবন বাঁচানো সেই ভারতীয় চিকিৎসক আর নেই!

৩০ জানুয়ারি ২০২০: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে সকল চিকিৎসক অনন্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় চিকিৎসক ডা. রথীন দত্ত। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে আহত হওয়া সৈনিকদের জীবন বাঁচানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন।

ডা. রথীন দত্ত

কৃতজ্ঞতা স্বরপ ২০১২ সালে বাংলাদেশ সরকার ডা. রথীন দত্তকে মুক্তিযুদ্ধ (মৈত্রী) সম্মাননা প্রদান করেন। এছাড়াও ১৯৯২ সালে ভারত সরকার তাকে পদ্ম শ্রী উপাধিতে ভূষিত করেন। এই সম্মাননা ভারতের চতুর্থ মর্যাদাপূর্ণ সম্মাননা, যা প্রতি বছর তাদের স্বাধীনতা দিবসে দেওয়া হয়ে থাকে।

১৯৩১ সালে আসামের মঙ্গলদৈ-তে জন্মগ্রহণ করেন রথীন দত্ত। ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং এরপর উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যান। ত্রিপুরার মূখ্য মন্ত্রী বিপ্লব কুমার দেব এর ভাষ্যমতে, তিনি ত্রিপুরার স্বাস্থ্য সেবার সেরা শল্যবিদ এবং পরিচালক ছিলেন। ত্রিপুরার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এর জন্য তার এবং তার দলের ভূমিকা ছিল অনস্বীকার্য।

২৮ জানুয়ারি ২০২০ রোজ সোমবার কলকাতায় নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে এই কিংবদন্তি শল্যবিদ বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন।

আজকের তরুণ প্রজন্মের চিকিৎসক দের জন্য ডা. রথীন দত্ত অনুকরণীয় হয়ে থাকবেন। একই সাথে মুক্তিযুদ্ধের এই পরম বন্ধু বাংলাদেশীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত থাকবেন অনন্তকাল।

নিজস্ব প্রতিবেদক/রাকিবুল ইসলাম

Platform:
Related Post